আমনুরায় বিপুল পরিমান ইয়াবাসহ দু’ জনকে আটক করেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ঝিলিম বাজার থেকে ৩ হাজার ৩১৪ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার চক ঘোড়াপাখিয়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে আলাউদ্দিন (৫৩) ও রসুলপুরের মৃত হযরত আলীর ছেলে আকবর আলী (৩৬)।
র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আমনুরা ঝিলিম বাজারে “নুরতাজ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার” অভিযান চালায়। এসময়  ইয়াবাসহ আকবর ও আলাউদ্দিনকে হাতেনাতে আটক করে র‌্যাব।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে র‌্যাব জানিয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৮-১৫