এইচএসসির ফলাফলে এবারও শীর্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ

এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে চাঁপাইনবাবগঞ্জে বরাবরের মত এবারো শীর্ষে রয়েছে নবাবগঞ্জ সরকারি কলেজ। এবার এই কলেজ থেকে ১৩০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শিবগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষার ১২টি মাদ্রাসা ও ১৯টি মাদ্রাসার  ফলাফলে মাদ্রাসার মধ্যে চৈতন্যপুর মাদ্রাসা ও কলেজের মধ্যে শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ শ ীর্ষ স্থান অধিকার করেছে। ভোলাহাটে এগিয়ে রয়েছে মোহবুল্লাহ কলেজ।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘোষিত ফলাফলে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায়  ৮৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮৩১জন শিক্ষার্থী। এছাড়া পরীক্ষায় অকৃতকার্য হয়েছে৬৩ জন। কলেজের পাসের হার ৯২.৯৫শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন। নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ৩৪৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও পাস  করেছে ২৬৮ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। এই কলেজের পাসের হার ৭৬.৮শতাংশ। বেসরকারি কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ডিগ্রি কলেজ।  ৮৯জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৯জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ পরীক্ষার্থী। এই কলেজের পাসের হার ৮৮.৭৬ শতাংশ। নবাবগঞ্জ সিটি কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ২৬৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে  পাস করেছে ১৭২জন ও জিপিএ-৫ পেয়েছে ২ পর শিক্ষার্থী। এছাড়া বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ থেকে ১৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৮ জন। তবে এই কলেজ থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। শাহনেয়ামতুল্লাহ কলেজ থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৫৬জন। পাসের হার ভাগ ৭০ ভাগ। এই কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায়নি।
শিবগঞ্জ
শিবগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সারাদেশের ন্যায়  শিবগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষার ১২টি মাদ্রাসা ও ১৯টি কলেজের  ফলাফলে মাদ্রাসার মধ্যে চৈতন্যপুর মাদ্রাসা ও কলেজের মধ্যে শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ শ ীর্ষ স্থান অধিকার করেছে।
বিভিন্ন কেন্দ্র সচিবের সঙ্গে যোগাযোগ করে জানাগেছে, উপজেলায় মোট ১৪ জন জিপিএ ৫এর মধ্যে ৬ জন পেয়েছে শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ থেকে। পুকুরিয়া মহিলা কলেজের ৩ জন, বিনোদপুর ডিগ্রী কলেজ থেকে ১ জন, ধাইনগর থেকে ২ জন, মনাকষা কারিগরি কলেজ থেকে ১ জন ও ভবানী ফাজির মাদ্রাস থেকে ১ জন জিপিএ ৫ পেয়েছে। চৈতন্যপুর মাদ্রাসা থেকে শতভাগ উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে।  এবছর মাদ্রাসা বোর্ডের অধীনে উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংগ্রহন করেছিল ৩৮৯ জনের মধ্যে পাস করেছে ২৮৭ জন। শিবগঞ্জ ফাযিল মাদ্রাসা থেকে ৭৭ জনের মধ্যে ৬১ জন, রাধাকান্তপুর ফাযিল মাদ্রাসার ২৬ জনের মধ্যে  ১৯ জন, চাতরা ফাযিল মাদ্রাসার ১৬ জনের মধ্যে  ১৫ জন, ভবানীপুর ফযিল মাদ্রাসার ১৮ জনের মধ্যে  ১৩ জন হাজি এশান কামিল মাদ্রাসার ২৬ জনের মধ্যে ১৭ জন, তেলকুপী কদমতল আলিম মাদ্রাসার ১৯ জনের মধ্যে  ১৪ জন, তোহাখানা নেয়ামতিয়া আলিম মাদ্রাসার ৩১ জনের মধ্যে  ২৬ জন, বিনোদপুর আলিম মাদ্রাসার ২৬ জনের মধ্যে  ১৮ জন, আনোটিকোরী আলিম মাদ্রাসার ৪৬ জনের মধ্যে  ১৪ জন, কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাযিল মাদ্রাসার ৫৯ জনের মধ্যে  ৩৪ জন, চৈতন্যপুর আলিম মাদ্রাসা থেকে ১৮ জনের মধ্যে পাশা করে ১৮ জন, ছাত্রজিতপুর ফযিল মাদ্রাসার ২৭ জনের মধ্যে ২১ জন পাশ করে।
এদিকে উপজেলার সাধারণ বোর্ডের অধীনে এবছর ১৯ টি কলেজ থেকে পরীক্ষা অংশ নিয়েছিল ২ হাজার ৬৪৫ জন। এর মধ্যে ১০ টি কলেজের ফলাফল জানা গেছে। কানসাট সোলেমান ডিগ্রী কলেজর ২৫৭ জনের মধ্যে ১৮৩ জন, পুখুরিয়া মহিলা কলেজের  ৮১ জনের মধ্যে ৭০ জন, , শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের  ২৭০ জনের মধ্যে ২০৮ জন,  শ্যামুপর মমতাজ মিয়া ডিগ্রী কলেজের ১২৮ জনের মধ্যে ১০৪ জন, বিনোদপুর ডিগ্রী কলেজের  ৩৬৮ জনের মধ্যে ২৭২ জন, সোনামসজিদ আনক ডিগ্রী কলেজের  ১৫৯ জনের মধ্যে ১২০ জন, শাহাবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজের  ১৫৮ জনের মধ্যে ১১৮ জন এবং তিনটি কারিগরি কলেজ থেকে ৩৬৩জনের মধ্যে ৩১৪জনপাস করেছে।
ভোলাহাট
ভোলাহাট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, এবারের এইচএসসি পরীক্ষায় ভোলাহাটে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।
বিভিন্ন কলেজ সূত্রে জানা গেছে, ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে পাশের হার শতকরা ৭৬.৬২ শতাংশ এবং জিপিএ- ৫  পেয়েছে ৫ জন, ভোলাহাট মহিলা ডিগ্রী কলেজের পাশের হার ৭৩ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ২জন, জামবড়ীয় কলেজে পাশের হার ৬৯ শতাংশ জিপিএ-৫ একটিও নাই, ভোলাহাট কলেজে পাশের হার -শতাংশ জিপিএ-৫ একটিও পায়নি। এ দিকে ড.শামশুর রহমান নামোমুশরীভূজা কারিগরি কলেজে পাশের হার ৯২.১১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬টি, ঝাউবোনা কারিগরি কলেজে পাশের হার ৯১.৩০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, খালেআলমপুর কারিগরি কলেজে পাশের হার ৯৬ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৬জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৮-১৫

, , ,