রামচন্দ্রপুর হাটে আসামী ধরতে গিয়ে ককটেল হামলায় দু’ র‌্যাব সদস্য আহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায় হত্যা মামলার আসামী ধরতে গিয়ে বৃহস্পতিবার ককটেল হামলায় দু’ র‌্যাব সদস্য আহত হয়েছে। এদের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সহকারী পরিচালক আশিকুর রহমান জানান, বিকেল পৌনে ছয়টার দিকে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল আরজু হত্যা মামলার আসামী ধরার জন্য রামচন্দ্রপুর হাট এলাকায় যায়। র‌্যাবের দলটি হাট এলাকায় পৌছা মাত্রই আসামীরা ককটেল বিষ্ফোরণ শুরু করে। র‌্যাবকে লক্ষ্য করে ছোড়া ককটেলের আঘাতে আহত হয় র‌্যাবের এসআই এমরান আলী ও হাবিলদার গণেশ চন্দ্র।  দ্রুত আহত সদস্যদের নিয়ে এসে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালের চিকিৎসক মোস্তফা সানাউল হক জানিয়েছেন, আহত দু’জনের পিঠে প্রচুর স্পিলিন্টারের আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য এমরানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত রামচন্দ্রপুর হাট এলাকায় গত কয়েকদিন থেকে আরজু বাহিনী ও কালাম বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই মাঝে আরজু হত্যা মামলার আসামী ধরতে গেলে ককটেল হামলা ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৮-১৫