শিবগঞ্জের তেলকুপি থেকে ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রাম থেকে  ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক  নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুত্রুবার বিকাল ৩ টার সময় তেলকুপি বিওপির একটি টহল দল হাবিলদার  তোতা মিয়া এর নেতৃত্বে উপজেলার তেলকুপি গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায়  ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ২৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৮-১৫

,