বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জয় পেল যারা

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর বৃহষ্পতিবার, হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ছেলেদের বিভাগে ঝিলিম ইউনিয়নের আমনুরা তফির উদ্দীন সরঃ প্রাঃ বিদ্যাঃ টাইব্রেকারে ৪-২ গোলে চর অনুপনগর ইউপির চর বাসুদেবপুর সরঃ প্রাঃ বিদ্যাঃকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতা ছিল। নারায়ণপুর ইউপির মহারাজনগর সরঃ প্রাঃ বিদ্যাঃ ২-১ গোলে রাণিহাটী ইউপির কৃষ্ণগোবিন্দপুর সরঃ প্রাঃ বিদ্যাঃকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে খাইরুল ২টি ও বিজিত দলের পক্ষে ১টি গোল করে। সুন্দরপুর ইউপির রতেœস্বর সরঃ প্রাঃ বিদ্যাঃ টাইব্রেকারে ৫-০ গোলে শাহজাহানপুর ইউপির চর নরেন্দ্রপুর সরঃ প্রাঃ বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতা ছিল। চরবাগডাঙ্গা ইউপির চরবাগডাঙ্গা-২ সরঃ প্রাঃ বিদ্যাঃ টাইব্রেকারে ৪-২ গোলে বালিয়াডাঙ্গা ইউপির বালিয়াডাঙ্গা-২ সরঃ প্রাঃ বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল।

মেয়েদের খেলায় চর অনুপনগর ইউপির চরঅনুপনগর সরঃ প্রাঃ বিদ্যাঃ টাইব্রেকারে ৫-১ গোলে ঝিলিম ইউপির আতাহার সরঃ প্রাথঃ বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল। দেবীনগর ইউপির দেবীনগর ৪নং সরঃ প্রাঃ বিদ্যাঃ ১-০ গোলে আলাতুলী ইউপির কামারপাড়া সরঃ প্রাথঃ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মিলি একমাত্র গোলটি করে। সুন্দরপুর ইউপির পার রামকৃষ্ণপুর বাবলাবোনা সরঃ প্রাঃ বিদ্যালয় টাইব্রেকারে ৪-১ গোলে শাহজাহানপুর ইউপির সেফালীপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল। বালিয়াডাঙ্গা ইউপির ব্রক্ষ্মনাথপুর সরঃ প্রাঃ বিদ্যালয় ২-০ গোলে চরবাগডাঙ্গা ইউপির পাঠাপাড়া সরঃ প্রাথঃ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ফাতেমা গোল ২টি করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-০৮-১৫