শিশু হত্যা বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাকিব-রাজনসহ সকল শিশু হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে রাজশহী বিশ্ববিদ্যালয়ের  সমাজবিজ্ঞান বিভাগ।
সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে শিশু নিকেতন শিশু অধিকার ইউথ গ্রুপের ব্যানারে তারা এই মানবন্ধনের আয়োজন করে।
এ মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. ওয়ারদাতুল আকমামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, নৃ-বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ফয়জার রহমান, সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ড. সুলতানা মোসতাফা খানম।
এ সময় বক্তারা বলেন,  সারাদেশে যেভাবে একের পর এক শিশু নির্যাতন বাড়ছে আমরা যদি এখনি এর প্রতিবাদ না করি তাহলে শিশুর নিরাপত্তা বলে কিছু থাকবে না। এটা কোনো সভ্য সমাজের চিহ্ন হতে পারে না। যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িতদের সামাজিক ভাবে প্রতিহত করতে হবে। আমরা এই বর্বর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর সাথে জড়িতদেরকে বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত বিচারের দাবি করছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর নীলুফার সুলতানা, সহকারী অধ্যাপক ড. আমিনুল ইসলাম, প্রভাষক মো. সালেহ মাহমুদ এ কে আনোয়ার সহ বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ১০-০৮-১৫