নাচোলে ৩ দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্ধোধন

দিন বদলে বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবে দেশ এই স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩ দিনব্যাপি ফলদ ও বৃক্ষ মেলার উদ্ধোধন করা হয়েছে।
সোমবার সকাল  ১১টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাশেদ ওয়াসিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন  সংসদ সদস্য গোলাম মোস্তাফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সর্তন কুমার, এসেডো এনজিওর কর্মকর্তা আজাহার আলী। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শামীম রেজাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। আলোচনা শেষে ফলদ ও বৃক্ষ মেলার  শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য গোলাম মোস্তাফা বিশ্বাস। পরে উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে একজন পুরষ ও একজন মহিলার হাতে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা তুলে দেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১০-০৮-১৫

,