নাচোলে আদিবাসীদের জন্য মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অধিবাসীদের জন্য মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আরডিসির পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য গোলাম মোস্তাফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ ওয়াসিফ, রাবির আইন বিভাগের প্রধান হাসিবুল আলম। এছাড়া ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ,আওয়ামীলীগ নেতা শামীম রেজা , নাচোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জোহরুল ইসলামসহ গন্যমান্য ব্যাক্তি বর্গ। সভায় আদিবাসীদের হারিয়ে যাওয়া সম্পত্তি ও  মানবাধিকার যেন সুনিশ্চিত করা হয় সে ব্যাপারে সংসদে বিষয়টি তুলে ধরবেন বলে আশাব্যাক্ত করেন সংসদ সদস্য গোলাম মোস্তাফা বিশ্বাস ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১০-০৮-১৫

,