ইলেকট্রনিক গভার্মেন্ট প্রকিউরমেন্ট সচেতনতামূলক কর্মশালা
ইলেকট্রনিক গভার্মেন্ট প্রকিউরমেন্ট-ই-জিপি সচেতনতামূলক কর্মশালা সোমবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট-সিপিটিইউ’র বিধি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক ওয়াহেদুন্নবী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিসিসিপি’র ট্রেনিং ম্যানেজার বাদল হালদার ও প্রোগ্রাম কোঅডিনেটর মামুনুর রহমান।
দিন ব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় মরকারি ক্রয়ে বর্তমান ধারার গতি প্রকৃতি, পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২(দ্বিতীয় সংশোধিত) এর পটভূমি, পিপিএ ২০০৬ এবং পিপিআর ২০০৮ সম্পর্কিত মূল বিষয়, ক্রয় পরিকল্পনা, দরিপত্র দলিল প্রস্তুতকরণ, ক্রয় পদ্ধতিসহ ই-জিপি’র সকল দিক উঠে আসে কর্মশালায়। এতে জেলার সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও ঠিকাদারগণ অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৮-১৫
দিন ব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় মরকারি ক্রয়ে বর্তমান ধারার গতি প্রকৃতি, পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২(দ্বিতীয় সংশোধিত) এর পটভূমি, পিপিএ ২০০৬ এবং পিপিআর ২০০৮ সম্পর্কিত মূল বিষয়, ক্রয় পরিকল্পনা, দরিপত্র দলিল প্রস্তুতকরণ, ক্রয় পদ্ধতিসহ ই-জিপি’র সকল দিক উঠে আসে কর্মশালায়। এতে জেলার সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও ঠিকাদারগণ অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৮-১৫