অবশেষে শুরু হলো মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণের কাজ
দীর্ঘ জটিলতার পর সোমবার চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে শহরের নিউ মার্কেট এলাকায় আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম, সাবেক জেলা কমান্ডার গোলাম রাব্বানীসহ মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গণপুর্ত বিভাগের তত্ববাধানে মোট ১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট কমপ্লেক্স নির্মাণ করা হচেছ। বিগত কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সঙ্গে মামলাজনিত জটিলতার কারণে আটকে ছিল কমপ্লেক্সের নির্মাণ কাজ। অবশেষে মামলা প্রত্যাহার হওয়ায় শুরু হলো নির্মাণ কাজ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদব/ ২৪-০৮-১৫
গণপুর্ত বিভাগের তত্ববাধানে মোট ১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট কমপ্লেক্স নির্মাণ করা হচেছ। বিগত কয়েক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সঙ্গে মামলাজনিত জটিলতার কারণে আটকে ছিল কমপ্লেক্সের নির্মাণ কাজ। অবশেষে মামলা প্রত্যাহার হওয়ায় শুরু হলো নির্মাণ কাজ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদব/ ২৪-০৮-১৫