শেখ কামাল নিটল টাটা ১ম বিভাগ ফুটবল লীগে নবারুণ সংঘ চ্যাম্পিয়ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল নিটল টাটা ১ম বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলা সোমবার অনুষ্ঠিত হয়। এতে নবারুণ সংঘ টাইব্রেকারে ৫-৪ গোলে জয়েন্ট ব্রাদার্স কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের প্রথমার্ধের ১১ মিনিটে নবারুনের পক্ষে মাহমুদ গোল করে দলকে এগিয়ে নেয়। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থাকে নবারুণ সংঘ। দিতিয়ার্ধের খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে নবারুণ সংঘের খেলোয়াড় ফাউল করলে ফ্রি কিক লাভ করে জয়েন্ট ব্রাদার্স। ফ্রি কিক থেকে শফিকুলের দর্শনীয় শর্টে খেলায় সমতা ফিরে আসে । এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে জয়েন্ট ব্রাদার্সের স্কাইয়ের শর্ট নবারুণের গোলরক্ষক রনি প্রতিহত করলে নবারুণ সংঘ ৫-৪ গোলে জয় লাভ করে। ফাইনালে সেরা খেলোয়াড় পুরষ্কার লাভ করে মাহমুদ। সর্বোচ্চ গোলদাতা রহিদুল। খেলাশেষে পুরষ্কার বিতরণ করে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, সাবেক পৌর মেয়র আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, শফিকুল আলম ভোতা, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম-সম্পাদক আজমাল হোসেন, কোষাধ্যক্ষ বদিউজ্জামান, নির্বাহী সদস্য হুমায়ন কবীর লুকু, আব্দুল হান্নান রজু, আজিজুল হক, শেখ আহসান হাবিব মিন্টু, ফুটবল কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, অর্ণব। অনুষ্ঠানটি উপস্থাপন করেন জাবেদ আখতার এবং এতে সভাপতিত্ব করেন- জেলা পুলিশ সুপার ও ফুটবল কমিটির সভাপতি বশির আহমেদ পিপিএম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৪-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৪-০৮-১৫