জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৪৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫ এর  সোমবার  লক্ষীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বালক ফুটবল ফাইনালে চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ছিল।
অপরদিকে নাচোল উপজেলা মাঠে অনুষ্ঠিত বালক ফুটবলে হাটবাকইল উচ্চ বিদ্যালয় ২-১ গোলে দ্বিয়ারা ডিমকইল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে আলিফ ও উজ্জল  ও বিজিত দলের পক্ষে মইনুদ্দীন ১টি করে গোল করে। অপরদিকে মেয়েদের ফুটবলে বাকইল বালিকা উচ্চ বিদ্যালয় ১-০ গোলে খ.ম. বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের পক্ষে একমাত্র গোলটি করে ইউসিলিম মুরমু।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৪-০৮-১৫