শিয়ালা কলোনী এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ শহরের শিয়ালা এলাকা থেকে বুধবার লোকমান আলী (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর মডেল থানা পুলিশ জানায়, দুর্বৃত্ত্বরা লোকমানকে হত্যার পর মরদেহ আমগাছে ঝুলিয়ে রাখে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। লোকমান আলী ওই এলাকারই মৃত কলিমুদ্দীনের ছেলে। লোকমান শহরের সদর হাসপাতালের পিছনের এলাকায় একটি ভাড়া করা বাড়ীতে বসবাস করত। তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, স্থানীয় সূত্রে সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের দুই পায়ে, মাথায়সহ দেহের অনান্য অংশে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পৈত্রিক সম্পত্তি ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় নিহতের ছেলে মিলন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনাটির তদন্ত চলছে ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৮-১৫