বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলরুবা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস লতিফ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান। উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তোফা, মুক্তমহোদলের মুসফিকুর রহমান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হকসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। উদ্বোধনী খেলায় ছেলেদের মহারাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম গোয়ালটুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের খেলায় সরজন সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম নাধায় সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৯-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৯-০৮-১৫