গোমস্তাপুরে চার ডাকাতকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুর ব্রীজে ডাকাত সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়ারা। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে স্থানীয় সূত্রের, একজনের নাম পাওয়া গেছে। সে হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কর্নখালি মিজাপুর গ্রামের গোলাম রাব্বানী (৪০)। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-ভোলাহাট সড়কের মকরমপুর ব্রীজের উপর এ ঘটনা ঘটে। ডাকাত সর্দার গোলাম রাব্বানী তার বাহিনী নিয়ে ব্রীজ এলাকায় ডাকাতির উদ্দ্যেশে অবস্থান নেয়ার সময় স্থানীয় লোকজন ব্রীজের উপর তাদের ঘিরে ফেলে গণপিটুনি দেয়। এতে গোলাম রাব্বানী ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিনজনের দু’জন হাসপাতালে নেয়ার পথে এবং একজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ জানান, নিহতরা কুখ্যাত ডাকাত গোলাম রাব্বানী বাহিনীর সদস্য। তারা হাফ-প্যান্ট পড়ে সড়কের ধারে ডাকাতি করার জন্য ওৎপেতে বসে ছিল। ঘটনাস্থল থেকে রশি, টর্চ লাইট, হাসুয়া, চাকু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নিহত অন্যান্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৮-১৫

,