ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
স্বাস্থ্য পুষ্টি অর্থ চান, বেশী করে গাছ লাগান’’ এ স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী ২০১৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইসলামী ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম জমির উদ্দীন, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, ইসলামী চাঁপাইনবাবগঞ্জ শাখার পল্লী উন্নয়ন কর্মকর্তা ওমর আলী, সহকারী প্রকল্প কর্মকর্তা আবুল কালাম প্রমুখ। উল্লেখ্য প্রায় ৭ হাজার ৮৭১ জন সদস্যের মাঝে পর্যায়ক্রমে ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ সহ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৫