মহারাজপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-২’র আওতায় ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ২৬ হাজার ৮৯২ টাকা ব্যয়ে ৫ জন দরিদ্র প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ লাখ ৫৩ হাজার ১২৫ টাকা ব্যয়ে একটি করে সাউন্ড বক্স ও ৩০ হাজার টাকার বিভিন্ন প্রকার ক্রীড়া সামগ্রি প্রদান করা হয়।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদে হুইল চেয়ার গুলো বিতরণ করেন চেয়ারম্যান মুখলেসুর রহমান সাতেমান। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সদস্য মজিবুর রহমান, আবুল কালাম আজাদ, তৌফিকুল ইসলাম, নূরুদ্দিন আহমেদ, নারী সদস্য রেখানুর বেগম, সালমা ও সাকেরা, মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ, সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হোদা, শেখাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নওয়াব আলী, গোয়ালটুলি সরকারি প্রাথমিক বিধ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খানম ও মহারাজপুর এইচএম টোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল কান্তি পাল শান্ত প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৫