তথ্য ও প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সেমিনারের অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইম্পেরিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সহযোগিতায় নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম। একাদ্বশ ও দাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর ছাত্রীদের মাঝে পর্যালোচনা, ডকুমেন্টারী, প্র্যাকটিক্যাল ও প্রজেক্টরের মাধ্যমে  ডকুমেন্টারী  ক্লাশ নেন ইম্পেরিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের চেয়ারম্যান শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নামোশংকরবাটী ডিগ্রি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক মতিউর রহমান, ইম্পেরিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রভাষক গোলাম ফারুক, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মেহেদি হাসান, ইম্পেরিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর আম্বিয়া খাতুন। উল্লেখ্য পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অধিকাংশ কলেজে এ তথ্য প্রযুক্তি বিষয়ক সেমিনারটি অনুষ্ঠিত হবে।  মঙ্গলবার শাহনেয়ামতুল্লাহ ডিগ্রি কলেজে তথ্য প্রযুক্তি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৮-১৫