শিবগঞ্জে আওয়ামী লীগ কর্মীর খুনের ঘটনায় একদিন পর থানায় মামলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ কর্মী রবিউল ইসলাম খুনের একদিন পর রবিবার রাতে ৫৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল হক জানান, নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩০ জনকে আসামী করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামীদের পরিচয় জানাতে অপারগতা জানান তিনি। মামলায় ওই খুনের ঘটনায় ওই দিনই আটক তিন নারীকেও আসামী করা হয়েছে। তবে আর নতুন করে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গত শনিবার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিবগঞ্জ পৌরসভার মর্দনা এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জের ধরে সফিকুল ইসলাম সমর্থকদের হামলায় মারা যান আব্দুস সালামের সমর্থক রবিউল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৭-০৮-১৫

,