শিবগঞ্জ থেকে ভারতীয় গরুসহ ২ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোবরাউড়া এলাকা থেকে ২ টি ভারতীয় গরুসহ ২ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জে রানীনগর গ্রামের মৃত তৈমুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৪০) ও একই গ্রামের শরিফের ছেলে মাসুম (৩০)।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ব্যাটালিয়নের একটি টহল দল অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী এর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার গোবরাউড়া এলাকায় অভিযান চালিয়ে ভারত হতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ০২টি গরুসহ আব্দুর রাজ্জাক ও মাসুমকে আটক করে। আটককৃত গরু দুইটির মূল্য ৬০ হাজার টাকা। আটককৃত আসামী শিবগঞ্জ থানায় ও গরু দুটি শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৮-১৫
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ব্যাটালিয়নের একটি টহল দল অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী এর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার গোবরাউড়া এলাকায় অভিযান চালিয়ে ভারত হতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ০২টি গরুসহ আব্দুর রাজ্জাক ও মাসুমকে আটক করে। আটককৃত গরু দুইটির মূল্য ৬০ হাজার টাকা। আটককৃত আসামী শিবগঞ্জ থানায় ও গরু দুটি শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০৮-১৫