২৮ লক্ষ টাকা ব্যয়ে রাবিতে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ২৮ লক্ষ টাকা ব্যয়ে সর্বাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করা হয়েছে। জাপানের তৈরী এই ডিজিটাল এক্সরে মেশিনটি সোমবার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন উদ্বোধন করেন।
সেখানে তিনি ছয় চ্যানেল বিশিষ্ট একটি আধুনিক ইসিজি মেশিনও উদ্বোধন করেন। এসময় সেখানে চিকিৎসা কেন্দ্র উপদেষ্টা কমিটির সভাপতি প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসা কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ৩১-০৮-১৫