রাবিতে সমাজবিজ্ঞান গবেষণা বিষয়ক কর্মশালা

রাজশাহী বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘সোশ্যাল সায়েন্স রিসার্চ মেথোডলজি এন্ড রিসার্চ রাইটিং’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে  এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নীলুফার সুলতানার সভাপতিত্বে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।
এই কর্মশালায় ৪টি একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়। এতে মূল আলোচক ছিলেন অধ্যাপক কেবিএম মাহবুবর রহমান, অধ্যাপক নীলুফার সুলতানা, অধ্যাপক মো. আব্দুল ওয়াদুদ ও অধ্যাপক মো. আবুল কাশেম। রিসোর্স পারসন ছিলেন প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, প্রফেসর ওয়ারদাতুল আকমাম, প্রফেসর কেএম রবিউল করিম, ড. দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, স্কুল ও কলেজগুলোতে নির্দিষ্ট সিলেবাসের উপর পাঠদান করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জ্ঞান তৈরি করে তা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হয়। আর এর জন্য একমাত্র কার্যকরী মাধ্যমটি হল গবেষণা। সমাজ পরিবর্তনের সাথে নতুন নতুন গবেষণার বিষয় আমাদের সামনে আসে। ফলপ্রসু গবেষণার মাধ্যমে সমাজ যে ভাবে এগিয়ে যাবে তেমনি দেশও উন্নতির দিকে ধাবিত হবে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, রাবি/ ৩১-০৮-১৫