নাচোলে গরীবের চাল কেটে নেয়া হচ্ছে ১ কেজি করে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকার কর্তৃক ইউনিয়ন পরিষদের অসহায় দুস্থ মানুষের মাঝে চাল বিতরনে নানা অনিয়ম অভিযোগ উঠেছে। সোমবার সকালে নাচোল ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল বিতারনের সময় দেখা গেছে প্রতি জনকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও মাত্র ৯ কেজি করে চাল বিতারন করা হয়েছে।
সূত্রে জানাগেছে, এবার ঈদে উপজেলার অসহায় দুস্থ লোকজনের মাঝে সংসদ সদস্যের কোটা থেকে ৪৬২ জন, উপজেলা পরিষদ থেকে ৩৩৯৮ জন এবং ইউনিয়ন পরিষদ থেকে ১৫৭৭ জন মানুষের মাঝে ভিজিএফের কার্ড বিতরণ করা হয়। এই কার্ডের বিপরীতে চাল বিতারন করা হচ্ছে ।
এই চাল বিতরণেই অনিযোমের অভিযোগ উঠেছে। গরীবের চাল কেটে নেয়া হচ্ছে ১ কেজি করে। চাল পাওয়া ৯ ওয়ার্ডের রাহেলা, শিবপুরের চন্ডু মর্ম, ভুজইল এর সেরাজুল, পিরপুরের সফিউদ্দিনসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, চাল ওজন করতে গিয়ে দেখা যায় যে চাল দশ কেজির যায়গায় নয় কেজি হচ্ছে।
নাচোল ইউনিয়নের চেয়ারম্যান ইনায়েতুল্লাহ বলেন, উপজেলা খাদ্য গুদাম আমাদের ওজনে চাল কম দেওয়ায় আমরা চাল ১০কেজির জায়গায় ৯কেজি দিচ্ছি। কিন্তু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিদ্যুত্ কুমার দাসের সাথ যোগাযোগ করা হলে তিনি জানান ,আমরা ভিজিএফের চাল সঠিক ভাবে ওজন করে দিচ্ছি এবং চাল কম হওটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের একান্ত ব্যাপার ।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,রাশেদ ওয়াশিফ জানান ,যারা ভিজিএফের চাল নিয়ে কারসাজি করছে তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৩-০৭-১৫
সূত্রে জানাগেছে, এবার ঈদে উপজেলার অসহায় দুস্থ লোকজনের মাঝে সংসদ সদস্যের কোটা থেকে ৪৬২ জন, উপজেলা পরিষদ থেকে ৩৩৯৮ জন এবং ইউনিয়ন পরিষদ থেকে ১৫৭৭ জন মানুষের মাঝে ভিজিএফের কার্ড বিতরণ করা হয়। এই কার্ডের বিপরীতে চাল বিতারন করা হচ্ছে ।
এই চাল বিতরণেই অনিযোমের অভিযোগ উঠেছে। গরীবের চাল কেটে নেয়া হচ্ছে ১ কেজি করে। চাল পাওয়া ৯ ওয়ার্ডের রাহেলা, শিবপুরের চন্ডু মর্ম, ভুজইল এর সেরাজুল, পিরপুরের সফিউদ্দিনসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, চাল ওজন করতে গিয়ে দেখা যায় যে চাল দশ কেজির যায়গায় নয় কেজি হচ্ছে।
নাচোল ইউনিয়নের চেয়ারম্যান ইনায়েতুল্লাহ বলেন, উপজেলা খাদ্য গুদাম আমাদের ওজনে চাল কম দেওয়ায় আমরা চাল ১০কেজির জায়গায় ৯কেজি দিচ্ছি। কিন্তু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিদ্যুত্ কুমার দাসের সাথ যোগাযোগ করা হলে তিনি জানান ,আমরা ভিজিএফের চাল সঠিক ভাবে ওজন করে দিচ্ছি এবং চাল কম হওটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের একান্ত ব্যাপার ।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,রাশেদ ওয়াশিফ জানান ,যারা ভিজিএফের চাল নিয়ে কারসাজি করছে তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৩-০৭-১৫