৫০০ বোতল ফেন্সিডিলসহ শিবগঞ্জে দু’জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকা থেকে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা গ্রামের ভুলু আলীর ছেলে জাহিদ আলী (৪৮) ও একই গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৫)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম.এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সহকারী উপপরিদর্শক ইসাহাকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে একটি অটোরিক্সা তল্লাশী করে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং জাহিদ আলী ও সফিকুল ইসলামকে আটক করা হয়। সোমবার এ ব্যাপারে শিবগঞ্জ থানায়  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠান হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৩-০৭-১৫

,