নাচোলে হোটেল ও ফার্মেসীতে অভিযান পরিচালিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে । সোমবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব কৃষন পদডালী এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়া। ভ্রাম্যমাণ পরিচালনার সময় উপজেলার সম্রাট হোটেলকে দ্রব্য মূল্য তালিকা না ঝুলানোর দ্বায়ে ৫ হাজার টাকা এবং রাজ চাইনিজ এন্ড রেস্টুরেন্টকে অপরিষ্কার রাখার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সেবা ফার্মেসির ওষুধের বিশ টি ওষুধের আইটেম পরীক্ষা করা হয়। এসময় ভ্রাম্যমাণ পরিচালনার সহযোগি হিসাবে উপস্থিত ছিলেন ,চাঁপাইনবাবগঞ্জ জেলা সেনেটারী কর্মকর্তা কোবাদ আলি, জেলা চেম্বার অব কর্মাসের পরিচালক শহিদুল ইসলাম , জেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মুনজুরুল হোদা,নাচোল থানার এস আই গৌতমসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। রমজান মাসের শেষে দিকে এই প্রথম নাচোল উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৩-০৭-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৩-০৭-১৫