পত্নীতলায় বাস চাপায় বৃদ্ধের মৃত্যু
নওগাঁর পত্নীতলায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নজিপুর পৌর সদর এলাকার নজিপুর-বদলগাছি পাকা সড়কের রংধনু সিনেমা হলের সামনে বাস চাপায় লিনা (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পাশ্ববর্তী বদলগাছী উপজেলার বেগুন জোয়ার গ্রামের বাসিন্দা। নজিপুর পৌর এলাকার পুঁইয়া গ্রামের ভায়রা সোলাইমান আলীর বাড়িতে বেড়াতে এসে তিনি দূর্ঘটনার মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রিবাহী (নং-১৬৬৮) একটি বাস বদলগাছী হতে নজিপুর আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এ বিষয়ে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ আব্দুর রফিক জানান, থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নওগাঁ, পত্নীতলা / ১৩-০৭-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নওগাঁ, পত্নীতলা / ১৩-০৭-১৫