ঈদের বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঈদের বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। খাদ্য ও দূর্যোগ মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত স্থানীয় সরকার নীতিমালা ২০০৯ সালে ভিজ্এিফ কর্মসুচীর উদ্দেশ্য লক্ষ্য হল দুস্থ ও দরিদ্র জনসাধারণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এই লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে প্রনীত হয় ভিজিএফ উপকার ভোগীর তালিকা প্রতিবছরের ন্যায় এবারো চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে মোট ৪ হাজার ৬২১টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। চাল বিতরণ অনুষ্ঠ নে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, উপজেলা ট্যাগ অফিসার আসাদুল্লাহ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক,৫ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা, ফারুক হোসেন প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৭-১৫