অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাঝে অনুদানের অর্থ বিতরণ
মঙ্গলবার সকালে শহরের শহীদ সাটু হল মার্কেটের ৩য় তলায় সমিতি কার্যালয় চত্বরে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সমিতির উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। সরকারি কর্মচারী কল্যান সমিতির সভাপতি অবঃ সিনিয়র সহকারি সচিব মুহাম্মদ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অবঃ কৃষি অফিসার আবুল হোসেন পাটোয়ারী, সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম। সমিতির মোট ৯৬ জন সদস্যদের মধ্যে সরকারী সহায়তা হিসেবে ২ হাজার টাকা করে বিতরণ করা হয়। এসময় সমিতির সদস্যদের মাঝে ইফতার সামগ্রীও তুলে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৭-১৫