মানবাধিকার বিষয়ে পুলিশের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাংলাদেশ পুলিশের মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বুধবার ২ দিনের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বশির আহম্মদ।
ইউ.এন.ডি.পি’র আর্থিক সহায়তায় ও জেলা পুলিশের আয়োজনে কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন, পুলিশ রির্ফম প্রোগ্রাম কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব আব্দুল মান্নান, সরদাহ পুলিশ একাডেমীর অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাসুম, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন প্রমূখ। কর্মশালায় জেলার এ.এস.আই থেকে ইনন্সপেক্টর পর্যন্ত ৩০ জন পুলিশ কর্মকর্তা অংশ গ্রহন করছেন। বাংলাদেশ পুলিশের পাবলিক অর্ডার মানেজমেন্ট কাজে নিয়োজিত কর্মকর্তাদের মানবাধিকার সংরক্ষন, মানবাধিকার বিষয়ে পুলিশের করনীয় ও বর্জনীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৭-১৫