ভারতে যাবার পথে জামায়াত নেতা নুরুল হোদা যৌথবাহিনীর হাতে গ্রেফতার

বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দর এলাকা থেকে যৌথবাহিনী শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা নুরুল  হোদাকে গ্রেফতার করেছে। ভারত যাবার চেষ্টার সময় তাকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, গোপনে জামায়াত নেতা নুরুল হোদা ভারতে যাবার চেষ্টা করছে এমন সংবাদের ভিতিতে পুলিশ, বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী সোনামসজিদ স্থল বন্দর ইমিগ্রেশন অফিস এলাকায় অভিযান চালায়। এ সময় অফিস চত্বর থেকে তাকে পাসপোর্টসসহ গ্রেফতার করা হয়।
ওসি জানান, নুরুল হোদার বিরুদ্ধে শ্যামপুর হত্যাকান্ড, কানসাট পল্লী বিদ্যুৎ অফিসে অগ্নি সংযোগসহ বিভিন্ন নাশকতার ১২টি মামলা  মামলার আসামী। এর মথ্যে ৫টি মামলার সে ওয়ারেন্টভুক্ত আসামী। এতদিন সে পলাতক ছিলেন।
অভিযানকালে নুরুল হোদার পাসপোর্ট জব্দ করা হয়েছে। দুপুরে তাকে শিবগঞ্জ থানায় সোপার্দ করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৮-০৭-১৫

,