দু’ কিলোমিটারেই ঘন্টা পার

দেশের বৃহত্তম আমের বাজার কানসাট আমবাজারকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাটে প্রতিদিনই তীব্র যানযট সৃষ্টি হচ্ছে।  কানসাট গোপালনগর মোড় থেকে কলাবাড়ি পর্যন্ত মাত্র দু’ কিলোমিটার পথ পাড়ি দিতেই সময় লাঘছে এক ঘন্টারও বেশী। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছে যাত্রী সাধারণসহ পরিবহন ব্যবসায়ীরা।
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বসা আমের বাজারটি রাজবাড়ী মাঠ থেকে শুরু হয়ে তা ছড়িয়ে পড়ে সোনামসজিদ মহাসড়কসহ পাশ্ববর্তী আমবাগানে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুরো, ভোলাহাট, সদর ও গোমস্তাপুর উপজেলার একাংশের আমের সমাগম ঘটে কানসাট আম বাজারে। এসব অঞ্চলের বাগান থেকে প্রতিদিন শত শত শ্যালো ইঞ্জিনচালিত নসিমন, করিমন, ভুটভুটিসহ রিক্সাভ্যানযোগে আম আসে কানসাট আমবাজারে। মৌসুমজুড়ে কানসাট আমবাজারের প্রায় ৪শ’ আড়তে চলা আমের বেচাকেনাকে ঘিরে মাহসড়কে প্রায়শই যানযট দেখা দিত। কিন্তু গেল এক সপ্তাহে তা তীব্র আকার ধারণ করেছে।
কানসাট আম বাজার ঘুরে দেখা গেছে, মুলতঃ কানসাট রাজবাড়ি মাঠ আমের মূল বাজার হলেও আমের বেচাকেনা চলে মহাসড়কের ধারঘেষেই। কানসাট পল্লী বিদ্যুৎ এলাকা থেকেই মহাসড়কের সাইকেলে ডালি নিয়ে আম ব্যবসায়ীরা করে আমের বেচাকেনা। একই সঙ্গে চলে মহাসড়কে ট্রাক দাঁড় করিয়ে আমের আড়তে আড়তে আম লোড ও আনলোড করা। কানসাটে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ৩০ ফুট চওড়া রাস্তাটির সিংহভাগই থাকছে রিক্সাভ্যানযোগে আম বিক্রেতাদের দখলে। সেই সঙ্গে রয়েছে ছোট খাট অবৈধ স্থাপনা। স্থানীয়রা জানিয়েছে, আম বাজারে আসা নসিমন, ভুটভুটি আর সেই সঙ্গে যোগ হয় সোনামসজিদ স্থলবন্দরের আমদানী রপ্তানী পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস।
সোনামসজিদ স্থল বন্দর সূত্র জানিয়েছে, বন্দর থেকে প্রতিদিন চার শতাধিক পণ্যবাহী ট্রাক বন্দর থেকে ছেড়ে যায়। আবার একই পরিমাণ খালি ট্রাক বন্দর অভিমুখে আসে। সেই সঙ্গে রয়েছে অন্যান্য যাত্রীবাহী পরিবহন। এ সব পরিবহন প্রতিদিনই যানযটের মুখে পড়ছে কানসাটে এসে। পরিবহন চালকরা জানিয়েছেন, কানসাট গোপালনগর মোড়ের কাছ থেকে কলাবাড়ি ধোবরা এলাকা যেতেই সময় এক ঘন্টারও বেশী। অথছ এই পথের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যট থাকছে। এর ফলে সোনমসজিদ স্থল বন্দরের ব্যবসায়ীসহ সাধারণ মানুষ প্রতিদিনই চরম ভোগান্তির মধ্যে পড়ছে।
সোনামসজিদ স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু বলেন, ‘কানসাটের তীব্র যানজটের কারণে পচনশীলসহ বিভিন্ন পণ্য বোঝাই ট্রাক যথা সময়ে গন্তব্যে পোঁছাতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ  হচ্ছে এবং বন্দরেও পণ্যজটের সৃষ্টি হচ্ছে’।
কানসাট আম আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক কাজি এমদাদুল হক এমদাদ বলেন, ‘যানযট এখন কিছুটা কমেছে। আম বাজার ইজারাদারদের অব্যবস্থাপনার কারণেই যানযট দেখা দেয়। যানযটের কারণে মানুষের ভোগান্তি লাঘবের জন্য এখানে কমিউনিটি পুলিশিং এর দরকার। কিস্তু তা দেয়া হচ্ছেনা’।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ও.সি) ময়নুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিগত ক’দিন বৃষ্টির কারণে গাছ থেকে আম নামানো যায়নি। বৃষ্টি বন্ধ হওয়া ব্যবসায়ীরা একযোগে আম পাড়ার ফলে বাজারে জায়গার সংকুলান হয়নি। ফলে আম ব্যবসায়ীরা রাস্তার উপর দাঁড়াতে বাধ্য হচ্ছে। তবে, যানজট নিরসনের জন্য পুলিশ কাজ করছে’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৭-১৫