জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার  বিকেল সাড়ে ৫টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ ঠাকুর বাড়ী থেকে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ, ঝিলিম রোডস্থ সুরেন সিং ঠাকুর বাড়ী থেকে হরে কৃষ্ণ সংঘ  ও চরজোতপ্রতাপ শিবতলা শিব মন্দির থেকে জগন্নাথদেবের  রথযাত্রা   বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাদের নিজ নিজ মন্দিরে গিয়ে রথযাত্রা শেষ হয়। এসময় ভক্তরা কির্তনসহ বিভিন্ন অর্চনা করে। এ উপলক্ষে শহরের পৌরসভা পার্কের সামনে ছোট পরিসরে মেলা বসেছে। মেলায় মাটির বিভিন্ন তৈজষ পত্র, খেলনা, বাঁশি, কাঠের আসববাবপত্র, লোহার জিনিষপত্র ও মিষ্টির  দোকানে হরেক রকমের মিষ্টি বিক্রি হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৭-১৫