গোমস্তাপুরে আদিবাসী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
“সমাজের অবহেলিত নির্যাতিত দরিদ্র সংখ্যালঘু আদিবাসী নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আদিবাসী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারী উন্নয়ন সংগঠন অগ্রদূত বাংলাদেশ সংস্থার সভাপতি হাবিবুর রহমান। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। বক্তব্য রাখেন বোয়ালিয়া ইউ.পি চেয়ারম্যান জিল্লুর রহমান, গোমস্তাপুর সদর ইউ.পি চেয়ারম্যান জামালউদ্দীন মন্ডল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিলিয়ারা খাতুন, অগ্রদূত বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান , সুবিধাভোগী সুমিত্রা টুডু, ক্লারা মারান্ডী প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ এন.জি.ও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ও অগ্রদূত বাংলাদেশ সংস্থার বাস্তবায়নে ১০ জন দরিদ্র আদিবাসী নারীদের হাতে সেলাই মেশিনগুলি তুলে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৭-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৭-১৫