বিজিবি, পৌরসভা ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল

শনিবার চাঁপাইনবাবগঞ্জে বিজিবি, পৌরসভা, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ, চিকিৎসকদের সংগঠক বিএমএ, ছাত্রলীগসহ জেলাজুড়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি ঃ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির আয়োজনে শনিবার  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দফতরে অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ফেরদাউসুল সাহাব। স্বাগত বক্তব্য রাখেন ৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, পুলিশ সুপার বশির আহম্মদ, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নুর মোহাম্মদ শাহরিয়ার কবির, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে শনিবার  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা মিলনায়তনে পৌরসভার মেয়র মাওলানা আবদুল মতিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবুল কালাম সাহিদ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, সচিব মামুন অর রশিদ, পৌরসভার কাউন্সিলর, আইনজীবী, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
বিএমএ ঃ  জেলা বিএমএর উদ্যোগে স্বপ্নিল কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ ঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মাদ্রাসা মাঠে ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আকরাম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শরীফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা সামিউল হক লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লালু ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।
ছাত্রলীগ ঃ চাঁপাইনবাবগঞ্জে তৃণমুল নেতাকর্মীদেও সমন্বয়ে গঠিত জেলা ছাত্রলীগের উদ্যোগে হরিমোহন সরকারি বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা সামিউল হক লিটন, অধ্যক্ষ আতিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তাজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা জিযাউর রহমান আরমান, জেলা ছাত্রলীগের এই অংশের সভাপতি লেলিন প্রামানিক, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহেদ প্রমুখ। 

শিবগঞ্জ ঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবড়ায় শাহাবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার ধোবড়া ওয়ার্ড শাখার অফিসে ওয়ার্ড কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কমিটির উপদেষ্টা আবদুল সালাম, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক ও স্থানী গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৭-১৫