শিবগঞ্জে ভারতীয় ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর মনাকষা এলাকা থেকে ৯ হাজার ৫১০টি ঔষধি ট্যাবলেট ও ৫৫ টি ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক নাজমুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার সকালে মনাকষা বিওপি’র টহল দল হাবিলদার হোসাইন এর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর মনাকষা এলাকা থেকে  মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধি ট্যাবলেট ও ইনজেকন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬৭,হাজার ৫১০ টাকা। উদ্ধারকৃত ঔষধ সমূহ শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৭-১৫



,