বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘নারী ও শিশু সবার আগে, বিপদে-দুর্যোগে প্রাধান্য পাবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পরিবার পরিকল্পনার আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে র‌্যালি বের করে শহরে  বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষ আলোচনা সভা মিলিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনার উপ পরিচালক আব্দুস সালাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক  মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, সিভিল সার্জন আলাউদ্দিন। এসময় জেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের সকলস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় শ্রেষ্ঠ চেয়ারম্যান, শ্রেষ্ঠ এসডব্লিউডি ও এসডব্লিউএ গনের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
এদিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান, নাচোলে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সম্মেলন  কক্ষে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ময়েজ উদ্দিন, ডাক্তার জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সভায়  যেকোনো দুর্যোগে নারী ও শিশুর সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।


অন্যদিকে আমাদের গোমস্তাপুর সংবাদদাতা জানান, গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ আদম। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নেশা বাবলী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এনতেখাব-উল-আলম। বক্তব্য রাখেন রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, সাংবাদিক নাহিদ ইসলাম প্রমুখ। 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৭-১৫

,