উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা আনতে ব্যবহার হচ্ছে অনলাইন ব্যাংকিং
উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ বিষয়ক এক মতবিনিময় সভা শনিবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি প্রকল্প কর্মকর্তা যুগ্ম সচিব শ্যামা প্রসাদ ব্যাপারী। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নজরুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংকের ঢাকা ব্রাঞ্চের রিলেসানশিপ ম্যানেজার রুহুল আমিন, রাজশাহী জোনের রিজিওনাল ম্যানেজার ফরহাদ মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার তাপস কুমার দাস।
প্রধান অতিথি বলেন, উপবৃত্তি বিতরণে শতভাগ স্বচ্ছতা আনতে ডিজিটাল পদ্ধতিতে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা নেয়া হয়েছে। ডাচ বাংলা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির টাকা পৌছে দেয়া হবে। উপবৃত্তি তালিকাতেও অনিয়ম ঠেকাতে বর্তমানে অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা হচ্ছে।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ১২ শ শিক্ষার্থীকে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হয়। অন্যদের স্ব স্ব কলেজের মাধ্যমে বৃত্তির টাকা প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৭-১৫
সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি প্রকল্প কর্মকর্তা যুগ্ম সচিব শ্যামা প্রসাদ ব্যাপারী। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নজরুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংকের ঢাকা ব্রাঞ্চের রিলেসানশিপ ম্যানেজার রুহুল আমিন, রাজশাহী জোনের রিজিওনাল ম্যানেজার ফরহাদ মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার তাপস কুমার দাস।
প্রধান অতিথি বলেন, উপবৃত্তি বিতরণে শতভাগ স্বচ্ছতা আনতে ডিজিটাল পদ্ধতিতে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা নেয়া হয়েছে। ডাচ বাংলা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির টাকা পৌছে দেয়া হবে। উপবৃত্তি তালিকাতেও অনিয়ম ঠেকাতে বর্তমানে অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা হচ্ছে।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ১২ শ শিক্ষার্থীকে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হয়। অন্যদের স্ব স্ব কলেজের মাধ্যমে বৃত্তির টাকা প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৭-১৫