নাচোলের ফতেপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল তিন কৃষকের

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংরোইল এলাকায় বুধবার দুপুরে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩ কৃষক। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংরোইল গ্রামের আমিন আলীর ছেলে মাসুদ রানা (১৬), সদর উপজেলার সরজন এলাকার হাবিবুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৪৫) ও গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের শিবনগর গ্রামের ফরিদ উদ্দীন ওরফে ফকরুদ্দীন হাজি ছেলে আব্দুর রহিম (৪২)।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহম্মেদ জানান, দুপুর ১টার দিকে সিংরোইল এলাকার একটি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত ঘটলে ৫ কৃষক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানা ও তরিকুল ইসলামকে মৃত ঘোষনা করেন। আহত স্বপন বর্মন, জিল্লুর রহমান ও আব্দুর রাজ্জাককে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে মাঠে কাজ করার সময় আব্দুর রহিম মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৫-০৭-১৫

,