জাবড়ী কাজিপাড়া মিনি ফুটবল টুর্নামেন্টে নসিপুর ও কনফিডেন্স দলের জয়

শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবড়ী কাজিপাড়া জাগরনী সংঘ আয়োজিত কাজিপাড়ার হাই স্কুল মাঠে রমজানুল মোবারক  মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর ১ম কোয়ার্টার ফাইনালের বুধবারের খেলায় জয় পেয়েছে নসিপুর  ফুটবল দল। তারা ২-০ গোলে জামবাড়িয়া ফুটবল দলকে পরাজিত করে। দলের পক্ষে নাসিম ও রায়হান গোল ২টি করে। ২য় কোয়ার্টার ফাইনাল খেলায় কনফিডেন্স ফুটবল দল টাইব্রেকারে ৬-৫ গোলে কাজিপাড়া দূরন্ত ফুটবল দলকে পরাজিত করে। নির্ধারতি সময়ে খেলাটি গোলশূন্য ছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৫-০৭-১৫