শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ থেকে শুরু হয়েছে। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে এই উৎসব শুরু হয়। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে। চাঁপাইনবাবগঞ্জ রথযাত্রা উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা বাবুল কুমার ঘোষ জানান, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ, হরে কৃষ্ণ হরেরাম সংঘ ও শিবতলা রথযাত্রা উৎসব উদযাপন কমিটি রথযাত্রার আয়োজন করে। নিজ নিজ এলাকা থেকে রথযাত্রা বের হয়ে শহরের প্রাণ কেন্দ্র বড়ইন্দারা মোড় ঘুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। আগামী ২৬ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। সদর থানার ওসি খন্দকার গোলাম মোরতুজা জানান, একই দিনে পবিত্র ঈদুল ফিতর ও রথযাত্রা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকেও পুলিশ কর্তব্যরত আছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৭-১৫