মহারাজপুরে ঈদ মেলার উদ্বোধন
প্রতিবছরের মত এবছরও ষাটোর্ধ বৎসরের পুরোনো ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঈদপুনর্মিলণী মেলার উদ্বোধন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পার্শ্বে মহারাজপুরে শনিবার বিকেলে মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় মেলা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোখলেশুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, ওয়ালিউল্লাহ মিয়া, সাইদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাপক সংখ্যক মানুষের পদচারণায় মুখোরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন। শত বছরের পুরোতন ঐতিহ্যবাহী ঈদ মেলায় সার্কাস, পুতুল নাচ, মিষ্টির দোকান, মনোহরি ও কাঠের সামগ্রী, নাগরদোলাসহ বিভিন্ন ধরণের পসরা নিয়ে বসেছে জেলা ও জেলা বাহির থেকে আসা বিভিন্ন ব্যবসায়ীরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৭-১৫
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পার্শ্বে মহারাজপুরে শনিবার বিকেলে মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় মেলা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোখলেশুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, ওয়ালিউল্লাহ মিয়া, সাইদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাপক সংখ্যক মানুষের পদচারণায় মুখোরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন। শত বছরের পুরোতন ঐতিহ্যবাহী ঈদ মেলায় সার্কাস, পুতুল নাচ, মিষ্টির দোকান, মনোহরি ও কাঠের সামগ্রী, নাগরদোলাসহ বিভিন্ন ধরণের পসরা নিয়ে বসেছে জেলা ও জেলা বাহির থেকে আসা বিভিন্ন ব্যবসায়ীরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৭-১৫