ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। ঈদের নামাজের সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির হলেও চাঁপাইনবাবগঞ্জে আবহাওয়া ছিলো অনুকুলে। মানুষ এবারের ঈদের নামাজ আদায় করেছেন শান্তিপূর্ণভাবে। ঈদগাহ ময়দানেই আনন্দামুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন জেলাবাসী।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের ৩  সংসদ সদস্য তাদের নিজ নিজ এলাকায় নামাজ আদায় করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী কানসাটের পুকুরিয়া ঈদগাহ মাঠে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস রহনপুর ইউসুফ আলী কলেজ মাঠে ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ কৃষ্ণগোবিন্দপুর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন। পর তারা  শ্রেণিপেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ও  চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহমেদ পিপিএম পুলিশ লাইন মাঠে ঈদের নামাজ আদায় করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৭-১৫