রঘুনাথপুর সীমান্তে গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার > বিজিবির ‘ধারনা’ বিএসএফের গুলিতে মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের লক্ষীপুর চর এলাকা থেকে বৃহস্পতিবার গুলিবিদ্ধ এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। মৃত ব্যাক্তির নাম আশরাফুল ইসলাম (৪০), সে শিবগঞ্জ উপজেলার দূলভপুর ইউনিয়নের চরহাসানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে: কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, বৃহস্পতিবার সকালে রঘুনাথপুর সীমান্ত ফাঁড়ীর সদস্যরা লক্ষীচর এলাকায় এক বাংলাদেশীর মৃতদেহ পড়ে থাকার খবর পায়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা আশরাফুলের  মৃতদেহ উদ্ধার করে।
তিনি জানান, নিহত আশরাফুল গরু চোরাচালানের সাথে জড়িত ছিলো। ধারনা করা হচ্ছে এই সীমান্ত দিয়ে গরু আনা নেয়ার সময় ভারতের ২০ বিএসএফ ব্যাটালিয়নের নিমতিতা ক্যাম্পের সদস্যদেও গুলিতে তার মৃত্যু হতে পারে। এ ব্যাপারে বিএসএফের সাথে পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হবে।
এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, সকালে মৃত উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গের পথে রয়েছে, তিনি আরো জানান, নিহত আশরাফুলের পিঠে গুলির চিহ্ন আছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-০৭-১৫

,