নবাবগঞ্জ সরকারি কলেজে ইফতার

নবাবগঞ্জ সরকারি কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মনিমুল হক ভবনে অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে কলেজ শিক্ষক পরিষদ আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন নিউমাকেট মসজিদের পেশ ইমাম বাসির আল হাদি, আরবী ও ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী  অধ্যপক মিঞা মোঃ নুরুল হক,ইতিহাস বিভাগের প্রভাষক জিয়াউল হক। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম, উপাধাক্ষ মোঃ ইব্রাহিম, শিক্ষাবিদ ড.সিরাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক, বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, শাহনেয়ামতুল¬াহ কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৭-১৫