কুয়ায় পড়া ডালিমের লাশ ২২ ঘন্টা পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর মহল¬ায় পরিত্যক্ত কুয়ায় নেমে বিষাক্ত গ্যাসে নিহত মোহাম্মদ ডালিম (৫০) এর লাশ ২২ ঘন্টা পর  বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিহত ডালিম হচ্ছে, শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর মহল্ল¬ার সাদিকুল মন্ডলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক অহিদুল ইসলাম জানান, বুধবার সকাল দশটার দিকে বাড়ির পাশে পরিত্যক্ত একটি কুয়ায় ডালিমের বালতি পড়ে যায়। তিনি ওই বালতি তুলতে কুয়ায় নামলে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। এসময় তার ছেলে রবিউল ইসলাম তার পিতাকে উদ্ধারের জন্য কুয়ায় নামলে সেও অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করলেও তার পিতা ডালিমকে উদ্ধর করতে ব্যর্থ হয়। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের ফায়ার সার্ভিস দীর্ঘক্ষন প্রচেষ্টার পর উদ্ধার করতে না পারায় রাজশাহী থেকে একটি টিম এসে তাদের সাথে রাতে যোগ দেয়। তারা সনাতন পদ্ধতিতে সাইডের মাটি কেটে
দীর্ঘ প্রায় ২২ ঘন্টা চেষ্টার পর আজ সকাল আটটায় তারা ডালিমের মৃত দেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-০৭-১৫

,