শিবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফোটন একাডেমির আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার ইউরিকা মাল্টিমিডিয়া স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
শিবগঞ্জ ¯œাতক মহাবিদ্যালয়ের প্রভাষক মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিন, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক, হাবিবুর রহমান, টেকনোলিংক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক নিয়ামুল হক, মামুনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। পরে প্রধান অতিথি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেস্ট সম্মাননা প্রদান করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৯-০৬-১৫

,