শহীদ আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে হরিপুর ভাতৃ সংঘ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড হরিপুর নবজাগরনী সংঘ আয়োজিত হরিপুর ভাটা সংলগ্ন মাঠে মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৫ এর প্রথম সেমিফাইনাল খেলায় জয় পেয়েছে হরিপুর ভাতৃ সংঘ। তারা ৬ উইকেটে মায়ের দোয়া ক্রিকেট দলকে পরাজিতয় করে ফাইনালে উন্নীত হয়। প্রথমে ব্যাট করতে নেমে মায়ের দোয়া ক্রিকেট দল ১১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে দলের পক্ষে হানিফ ২৩, জাহিদ ২০ রান করে। ভাতৃ সংঘের বোলার রাসেল ৩ ওভার ২১ রান ৪টি, দুলাল ২ ওভার ৭ রানে ৩টি উইকেট লাভ করে। ৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভাতৃ সংঘ ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে কাজল ৫২, সজিব ১১ রান করে। মায়ের দোয়া ক্রিকেট দলের বোলার হানিফ ৩ ওভার ২৬ রানে ২টি, মেহেদি ২ ওভার ৯ রানে ১টি উইকেট লাভ করে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় কাজল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৯-০৬-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৯-০৬-১৫