শিবগঞ্জ বাংলাদেশ ও ভারতীয় জাল মূদ্রাসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকা থেকে বাংলাদেশ ও ভারতের জাল মুদ্রাসহ একব্যাক্তিকে আটক করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন সদস্যরা। আটক ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলারই দূর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার গ্রামের মফিজ উদ্দিনের ছেলে একেএম সাহাবুদ্দিন ডবলু (২২) ।
 র‌্যাব জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ডবলুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বাংলাদেশের ৫শ’ টাকার তিনটি, এক হাজার টাকার আটটি ও ভারতীয় ৫শ’ টাকার  দুটি জাল নোট উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে ডবলুকে সোমবার চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৬-১৫