আরগারাহাট-গোমস্তাপুর সড়কে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত > ঘটনাস্থল নিয়ে দু’ থানা পুলিশের টানাটানি
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে দাইপুকুরিয়া থেকে আরগারাহাট-গোমস্তাপুর সড়ক দিয়ে মটর সাইকেলযোগে মোজাফ্ফর গোমস্তাপুর যাচ্ছিল। সড়কের কোচ্যাডুবা এলাকায় দুর্বৃত্তরা তার মটর সাইকেলের গতিরোধ করে পিটিয়ে হত্যা করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মটর সাইকেলসহ লাশ পড়ে থাকতে দেখে পরিচয় নিশ্চিত হয়ে মোজাফ্ফরের পরিবারকে খবর দিলে তার আত্মীয় স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
এদিকে, হত্যাকান্ডের দু’ থেকে আড়াই ঘন্টা পর পুলিশ ঘটনা স্থলে যায়। হত্যাকান্ডের ঘটনাস্থল শিবগঞ্জ থানার অধিনে নাকি গোমস্তাপুর থানার অধিনে এ নিয়ে দু’ থানা পুলিশের মধে ‘টানাটানি’।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাস্থলটি আরগারহাট ব্রীজের ওপাশে। সেটি শিবগঞ্জ থানার অধিনে। গোমস্তাপুর অংশে কোন লাশ পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম বলেন, হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে কোচ্যাডুবা নামক স্থানে। যে গোমস্তাপুর থানার মধ্যে পড়ে।
ঘটনাস্থল নিয়ে দু’ থানা পুলিশের ‘টানাটানি’ পর রাত ১১ টার দিকে দু’ থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিশ্চিত হন স্থানটি গোমস্তাপুর থানা এলাকার।
রাতে গোমস্তাপুর থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে লাশ তার পরিবার নিয়ে চলে যাওয়ায় রাতে লাশ উদ্ধার করা হয়নি। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে রক্তাত্ব একটি বাঁশ উদ্ধার করা হয়েছে। যেটি দিয়ে মোজাফ্ফরের মাথায় আঘাত করা হয়। হত্যাকান্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২২-০৬-১৫