ভোলাহাটে মাদক নিয়ে বির্তক প্রতিযোগিতা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘ মাদক মুক্ত করতে আইনের যথাযথ প্রয়োগ না কি সামাজিক সচেতনতা’ বিষয় নিয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আম্রকানন ভোলাহাট একটি স্বেচ্ছা সেবক সংগঠনের আয়োজনে উপজেলার তেলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে বির্তক অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির, শেখজী ফাউন্ডেশন সভাপতি রবিউল ইসলাম ও রামেশ্বর পাইলট ইন্সটিটিউশানের সিনিয়ার সহকারী শিক্ষক তৈইমুর রহমান। সমন্বনয়কের দায়িত্বে ছিলেন, সামিলল্লাহ সিফাত। বির্তক প্রতিযোগিতার প্রথমে আম্রকান ভোলাহাটের আহবায়ক তারেক রহমান হৃদয় স্বাগত বক্তব্য রাখেন। বির্তক প্রতিযোগিতায় উপজেলার ৯টি উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করবে। উদ্বোধনী দিনে গোহালবাড়ী উচ্চ বিদ্যালয় ও রামেশ্বর পাইলট ইন্সটিটিউশানের শিক্ষার্থীরা পক্ষে বিপক্ষে অংশ গ্রহণ করে। বিচারক যুক্তি খন্ডসহ বিভিন্ন দিক বিচার করে গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়কে বিজয়ী করেন এবং গোহালবাড়ী পক্ষের ক্ষুদে প্রতিযোগি মারুফা খাতুনকে শ্রেষ্ঠ বক্তা নির্বাচন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২২-০৬-১৫
সোমবার আম্রকানন ভোলাহাট একটি স্বেচ্ছা সেবক সংগঠনের আয়োজনে উপজেলার তেলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে বির্তক অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির, শেখজী ফাউন্ডেশন সভাপতি রবিউল ইসলাম ও রামেশ্বর পাইলট ইন্সটিটিউশানের সিনিয়ার সহকারী শিক্ষক তৈইমুর রহমান। সমন্বনয়কের দায়িত্বে ছিলেন, সামিলল্লাহ সিফাত। বির্তক প্রতিযোগিতার প্রথমে আম্রকান ভোলাহাটের আহবায়ক তারেক রহমান হৃদয় স্বাগত বক্তব্য রাখেন। বির্তক প্রতিযোগিতায় উপজেলার ৯টি উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করবে। উদ্বোধনী দিনে গোহালবাড়ী উচ্চ বিদ্যালয় ও রামেশ্বর পাইলট ইন্সটিটিউশানের শিক্ষার্থীরা পক্ষে বিপক্ষে অংশ গ্রহণ করে। বিচারক যুক্তি খন্ডসহ বিভিন্ন দিক বিচার করে গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়কে বিজয়ী করেন এবং গোহালবাড়ী পক্ষের ক্ষুদে প্রতিযোগি মারুফা খাতুনকে শ্রেষ্ঠ বক্তা নির্বাচন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২২-০৬-১৫